সর্বশেষ আপডেট: 1 July 2025
এই ওয়েবসাইটে প্রবেশ এবং এটি ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলিতে সম্মত হচ্ছেন।
১. ব্যবহারকারীর দায়িত্ব:
- আপনি যথাযথ তথ্য প্রদান করবেন।
- আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা বজায় রাখা আপনার দায়িত্ব।
২. কনটেন্ট ব্যবহার:
- সমস্ত লেখ্য, ভিডিও ও গ্রাফিক কনটেন্ট শুধুমাত্র ব্যক্তিগত ও শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহারযোগ্য।
- কোনো অনুমতি ছাড়া কপি বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ।
৩. লগইন ব্যবস্থা:
- আমরা শুধুমাত্র Google ও Facebook Login সিস্টেম ব্যবহার করি।
৪. সেবাদান সীমাবদ্ধতা:
- যেকোনো সময় আমরা কোর্স, ফিচার বা নীতিমালায় পরিবর্তন আনতে পারি।
 
				 
															